YOUR ETERNAL QUESTION FACES A BIG NON-REPLY-MY FRIEND

        YOUR ETERNAL QUESTION FACES A BIG NON-REPLY-MY FRIEND
     [In reply to a letter of Dr. Surendranath Dasgupta: "Prasnuttar" in "Senjuti"-Book of Verse]
                                                            **************

চিরপ্রশ্নের বেদীসম্মুখে চিরনির্বাক রহে 
বিরাট নিরুত্তর ,
তাহারি পরশ  পায়  যবে  মন নম্র ললাটে  বহে 
আপন  শ্রেষ্ঠ  বর। 
খনে  খনে  তারি বহিরাঙ্গনদ্বারে 
পুলকে  দাঁড়াই , কত কী  যে হয় বলা ;
শুধু  মনে জানি বাজিল না বীণাতারে 
পরমের সুরে  চরমের  গীতিকলা। 


চকিত আলোকে কখনো  সহসা  দেখা দেয়  সুন্দর ,
দেয়  না  তবুও ধরা --
মাটির দুয়ার ক্ষণেক খুলিয়া আপন গোপন ঘর 
দেখায়  বসুন্ধরা। 
আলোকধামের  আভাস সেথায় আছে 
মর্ত্যের  বুকে  অমৃত  পাত্রে  ঢাকা ;
ফাগুন সেথায়  মন্ত্র  লাগায়  গাছে ,
অরূপের রূপ পল্লবে পড়ে  আঁকা। 


'দেখেছি দেখেছি '- এই কথা বলিবারে 
সুর বেঁধে যায় , কথা না যোগায় মুখে ;
ধন্য যে আমি , সে কথা জানাই  কারে  --
পরশাতীতের  হরষ  জাগে যে  বুকে। 


যাহা জানিবার কোনোকালে তার জেনেছি যে কোনোকিছু 
কে তাহা বলিতে পারে  --
সকল পাওয়ার মাঝে না-পাওয়ার  চলিয়াছি  পিছু পিছু 
অচেনার অভিসারে। 
তবুও  চিত্ত  অহেতু  আনন্দেতে 
বিশ্বনৃত্যলীলায়  উঠেছে মেতে ;
সেই ছন্দেই মুক্তি আমার পাব,
মৃত্যুর  পথে  মৃত্যু এড়ায়ে যাব। 


কী আছে জানি না দিন-অবসানে মৃত্যুর অবশেষে ;
এ প্রাণের কোনো ছায়া 
শেষ আলো  দিয়ে ফেলিবে কি রঙ  অস্তরবির দেশে, 
 রচিবে কি কোনো মায়া। 
জীবনেরে  যাহা জেনেছি অনেক তাই ;
সীমা থাকে থাক, তাবু তার সীমা নাই। 
নিবিড় তাহার সত্য আমার প্রাণে 
নিখিল ভুবন ব্যাপিয়া নিজেরে জানে। 

[ Writen on ১৬ জৈষ্ঠ ১৩৪৫, মংপু, দার্জিলিং ]
      
                  **************



Comments

Popular posts from this blog

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।